ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিকটক ভিডিও বানাতে গিয়ে মরার দশা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
টিকটক ভিডিও বানাতে গিয়ে মরার দশা! আহত মহিউল

ফেনী: সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে ফেনীতে মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামে দুই যুবক গুরতর আহত হয়েছেন।
 
মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে ফেনী শহরতলীর পাঁছগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ করতে গিয়ে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত মুখী সি.এন.জির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে মহিউল এর মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

আহত মহিউল দাগুনভুইয়া উপজেলার সেকান্তরপুরের রফিকুল ইসলাম এর ছেলে আর ফায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০২০
এসএইচডি/কেএআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।