ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক জায়গা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গোপালগঞ্জে পৃথক জায়গা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক জায়গা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া ও সদর উপজেলার পুকুরিয়া এলাকায় থেকে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার লুথু মিয়ার ছেলে দুলু মিয়া (২৫) ও সাতক্ষীরা জেলার কুদ্দুস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়রা শহরের গেটপাড়া ব্রিজের নিচে খালের মধ্যে দুলু মিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় রায়হান নামে এক ইটভাটা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রায়হান পুকুরিয়া এলাকায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।