ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবহাওয়া অধিদপ্তরে বিমানবাহিনীর কর্মকর্তা নিয়োগের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
আবহাওয়া অধিদপ্তরে বিমানবাহিনীর কর্মকর্তা নিয়োগের সুপারিশ

ঢাকা: আবহাওয়া অধিদপ্তরে বিমানবাহিনীর একজন কর্মকর্তা প্রেষণে নিয়োজিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে বিমানবাহিনীর একজন কর্মকর্তা প্রেষণে নিয়োজিত করার সুপারিশ করা হয়

এ বৈঠকে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বলা হয়, দেশে জনসাধারণের কাজে ব্যবহৃত হবে এমন যন্ত্রপাতি যেন স্থাপন করা হয় সেইসাথে প্রকল্পের আধুনিকায়নের কাজ ভালোমতো তদারকি করার সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমানবাহিনী প্রধান (পরিচালন) এভিএম মো. আবুল বাশার, বাংলাদেশ নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মঈনুল হক, বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ইবনে ফজল শায়খুজ্জামান ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।