ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্মীয় অনুষ্ঠানে মাইক: মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ধর্মীয় অনুষ্ঠানে মাইক: মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের সুপারিশ

ঢাকা: ধর্মীয় অনুষ্ঠানের সভা-সমিতিতে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম অংশ নেন।

এ বৈঠকে দেশের বিভিন্ন স্থানে করোনাকালীন অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সভা-সমিতিতে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা লাঘবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সমন্বয় করার সুপারিশ করা হয়।

বৈঠকে সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীসহ যে সব সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে শোকপ্রস্তাব উত্থাপন করা হয় এবং নতুন ধর্মপ্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়।
বৈঠকে ২০২০-২১ অর্থবছরে সংসদ সদস্যদের (৩৫০ জন) নির্বাচনী এলাকায় মসজিদ ও মন্দিরে বিতরণের জন্য বরাদ্দ ৫ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।      

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।