ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারি ই-সার্ভিস কমিটি পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সরকারি ই-সার্ভিস কমিটি পুনর্গঠন

ঢাকা: সব মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং ডিজিটাইজেশন সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় সাধন ও পরিবীক্ষণের লক্ষ্যে ই-সার্ভিস মনিটরিং কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) আহ্বায়ক করে এই কমিটি পুনর্গঠন করে সম্প্রতি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংষ্কার অনুবিভাগ); সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার; জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন করে প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়) কমিটিতে সদস্য থাকবেন।  এছাড়াও এসপায়ার টু ইনোভেশন (এটুআই) প্রকল্প পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি (পরিচালকের নিচে নয়), বিটিসিএলের প্রতিনিধি (উপব্যবস্থাপকের নিচে নয়), বিটিআরসির প্রতিনিধি (পরিচালক) সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (ই-গভর্নেন্স) সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধি

মন্ত্রণালয়/বিভাগ,অধিদপ্তর ও সংস্থাসমূহের তথ্য বাতায়ন হালনাগাদকরণ বিষয়ক অগ্রগতি পরিবীক্ষণ; সরকারি ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ই-নথির ব্যবহার মূল্যায়ন ও পরিবীক্ষণ; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের গৃহীত উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সেবা সহজীকরণ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় সাধন করবে।

সরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরসমূহে ই-সার্ভিসের সম্প্রসারণ বিষয়ে সমন্বয় সাধন; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সেবা প্রদানকারীগণের তথ্য-প্রযুক্তি বিষয় প্রশিক্ষণের কার্যক্রমের সমন্বয় সাধন; প্রতিবছর সেবা সহজীকরণ, অনুসরণীয় দৃষ্টান্ত ও উদ্ভাবন সংক্রান্ত তথ্যসমূহ ওয়েবসাইটে হালনাহগাদকরণ কাজ করবে এই কমিটি।

কমিটি প্রতিমাসে অন্তত একবার সভায় মিলিত হয়ে এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ করবে এবং প্রয়োজনে যেকোনো সমস্য কো-অপ্ট এবং যেকোনো সদস্যকে আমন্ত্রণ জানাতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।