ঢাকা, বৃহস্পতিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহণের চেক পৌঁছে দিলেন জেলা প্রশাসক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহণের চেক পৌঁছে দিলেন জেলা প্রশাসক  ক্ষতিগ্রস্তদের চেক দিচ্ছেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক

বাগেরহাট: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষা, দালালদের দৌরাত্ম্য রোধ ও হয়রানির হাত থেকে মুক্তি দিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক পৌঁছে দিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক। কোন প্রকার তদবির, সুপারিশ ও উৎকোচ ছাড়াই বাড়িতে বসে নিজের পাওনা টাকার চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের এই চেক পৌঁছে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরণখোলায় ২৩ জন ক্ষতিগ্রস্ত জমির মালিককে ৫৪ লাখ টাকার চেক দেওয়া হয়।

এর আগে সকালে শহরতলীর পচাদিঘির পাশে দশানীস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত দুই জমির মালিকের বাড়িতে ৮ কোটি ১ লাখ ৭৪ হাজার ১২২ টাকার চেক পৌঁছে দেন জেলা প্রশাসক।

বাড়িতে বসে ভূমি অধিগ্রহণের চেক পেয়ে খুশি জমির মালিক ও  স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত জমির মালিক খাদেম মনিরুল আলম ও রওশন আরা বেগম বলেন, অধিগ্রহণ করা জমির টাকার জন্য আমাদের অনেক ঘুরতে হতো। ডিসি অফিসে গনশুশানিতে অংশ নিতে হতো। অনেক কাজ নিজেরা বুঝতে পারতাম না, বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতে হতো।  আজ জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে এসে অধিগ্রহণের চেক দিলেন। বাড়িতে বসে এই চেক পেয়ে আমরা খুব খুশি হয়েছি। জেলা প্রশাসনের ব্যতিক্রম এই উদ্যোগ চালু থাকলে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা হয়রানির হাত থেকে বাঁচবে বলে মন্তব্য করেন তারা।

নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সময় ও অর্থ বাঁচাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিচ্ছি। উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দেওয়া অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের কোনো ব্যক্তি এ কাজে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।