ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেসিসি পেট্রোলিয়াম উদ্বোধন করলেন খুলনার মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
কেসিসি পেট্রোলিয়াম উদ্বোধন করলেন খুলনার মেয়র কেসিসি পেট্রোলিয়াম উদ্বোধন করলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত ‘কেসিসি পেট্রোলিয়াম’ (পেট্রোল পাম্প) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে পেট্রোল পাম্প চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় সিটি মেয়র বলেন, ‘কেসিসি পরিচালিত এ পেট্রোল পাম্পের জ্বালানি তেলের গুণগতমান এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে হবে। ’ পাশাপাশি গ্রাহকসেবার মান যাতে সন্তোষজনক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন তিনি। অনিয়ম, দুর্নীতি এবং গ্রাহক অসন্তুষ্টি সিটি মেয়র কোনোভাবে মেনে নেবেন না বলে কর্মচারীদের হুঁশিয়ার করেন তিনি। তেলের সঠিক মাপ এবং গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর এজন্য সংশ্লিষ্ট সবাইকে যথানিয়মে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরি সুফিয়া রহমান শুনু, পদ্মা পেট্রোলিয়ামের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, কেসিসির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহামুদ এবং কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবির-ঊল-জব্বার। এসময় কেসিসির অন্য ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন পরিচালিত ‘কেসিসি পেট্রোলিয়াম’ দেশের অন্য সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে প্রথম পেট্রোল পাম্প।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।