ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ঢামেকের আগুন নিয়ন্ত্রণে ...

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় ব্যালকনির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) পোনে ২টার দিকে সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে শাহাদাত হোসেন তথ্য নিশ্চিত করে জানান, প্রথমে দুইটা পরে আরও একটি ইউনিট পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের থেকে ধোঁয়া ছিল অনেক বেশি। সূত্রপাত এখনো জানা যায়নি বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবন থেকে একটি সূত্র জানায়, ভবনের ৪ তলার পেছনে ব্যালকনিতে আগুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন>> ঢামেকের পুরাতন ভবনে আগুন 

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।