ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে দুই মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
যশোরে দুই মাদককারবারি আটক

যশোর: যশোরের অভয়নগর উপজেলা থেকে ৫২ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৮ জানুয়ারি) উপজেলার বুইকারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন- অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভারপাড়ার মৃত নূর ইসলামের ছেলে ওহিদুল ইসলাম ও খোকন মোল্যার ছেলে মাসুম বিল্লাহ।
 
র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হোসাইন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভারপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই দু’জনকে ৫২ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।