ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই যুবক

সিলেট: সিলেটের এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে একটি প্রাইভেটকারের সঙ্গে নম্বরবিহীন একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদ দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।  

হাসপাতালে  সূত্রে জানা যায়, আহত দু’জনের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।