ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন, সা. সম্পাদক মজিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন, সা. সম্পাদক মজিদ সভাপতি কাঞ্চন কুমার ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মিরপুর প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতি ক্রমে দৈনিক ভোরের পাতার কুষ্টিয়া প্রতিনিধি কাঞ্চন কুমারকে সভাপতি ও খোলা কাগজের মিরপুর প্রতিনিধি আব্দুল মজিদ জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক করে নতুন ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রাশেদুজ্জামান (ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদি (মানবজমিন), অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম (মাটির পৃথিবী), দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ (আজকের সূত্রপাত), নির্বাহী সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সাগরখালী), বাবলু রঞ্জন বিশ্বাস (গ্রামের কাগজ), আছাদুর রহমান বাবু (নয়াদিগন্ত)।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এনামুল হক, মিরপুর প্রেসক্লাবের সদস্য হুমায়ূন কবীর হিমু, আহসান হাবিব উজ্জল, জমির উদ্দিন, সোহেল রানা, আলমগীর কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০  ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।