ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার চার্জশিটে সাংবাদিকের নাম, প্রতিবাদে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
হত্যা মামলার চার্জশিটে সাংবাদিকের নাম, প্রতিবাদে স্মারকলিপি ...

ঢাকা: রাজবাড়ীর কালুখালীর ব্যবসায়ী রবিউল হত্যা মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টেলিভিশন ডিবিসির জেলা প্রতিনিধি এবং বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেবাশীষ বিশ্বাসকে আসামি করে চার্জশিট দাখিল করায় মানববন্ধন করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সড়কের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সমীর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি কামরুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংবাদিক সোহেল মিয়া, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমীর আলী।

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায়, দৈনিক মাতৃকন্ঠের তনু সিকদার সবুজ, ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল আলম মিলন, দৈনিক তৃতীয় মাত্রার মো. ময়নুল হক মৃধা, দৈনিক আমদের নতুন সময়ের অনিক সিকদার, সাংবাদিক পারভেজ মিয়া, বিপ্লব বিশ্বাস, মিঠুন গোস্বামী, হাফিজুর রহমান, মেহেদি হাসান, জাকির হোসেন, সোহেল খান, রিয়াদ হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দেবাশীষ বিশ্বাসকে ব্যবসায়ী রবিউল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি করায় তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুত মামলার রিভিউ করে দেবাশীষের নাম চার্জশিট থেকে প্রত্যাহারের দাবি জানান।

মিথ্যা মামলা থেকে দেবাশীষ বিশ্বাসের নাম চার্জশিটভুক্ত আসামি থেকে বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের হস্তক্ষেপ কামনা করেন এবং মানববন্ধন শেষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার মাধ্যেমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।