ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মানিকগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙ্গা গ্রাম থেকে জিয়াসমিন আক্তার (১১) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিয়াসমিন ওই গ্রামের কৃষক সোহরাব হোসেনের মেয়ে।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর খান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।