ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গায়ে ধাক্কা লাগার জেরে সিফাত খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
গায়ে ধাক্কা লাগার জেরে সিফাত খুন

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সিফাত (১৪) হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতার সবাই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) ভোর ৫টায় কামরাঙ্গীরচর থানার ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা আনোয়ার জানান, সিফাত লালগুদাম তারা মসজিদ সংলগ্ন ফজলুল হকের কার্টনের কারখানায় শ্রমিকের কাজ করতো। শুক্রবার বিকেলে সে বাসার পাশের মসজিদ সংলগ্ন বরিশাল কলোনি গলিতে দাঁড়িয়ে হালিম খাচ্ছিলো। এ সময় অসাবধানতাবশত একজনের সঙ্গে ধাক্কা লাগে তার।

এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় গ্রেফতার কিশোররা। ছুরিকাঘাতে সিফাত গুরুতর আহত হয়। এরপর এক ভ্যানচালক সিফাতকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সিফাতের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।