ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দার শাখার সদস্যরা।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৯ জানুয়ারি) রাত ৮টার বিমানবন্দর রেলস্টেশন এলাকা অভিযান চালিয়ে মাদককারবারি মো. মতিউর রহমান (২৮), মো. আরিফ বেপারী (৩০), শিউলী বেগম ওরফে শিল্পী (৪০), আরিফা (২৫) ও শারমিন (৩০)। অভিযানে মাদককারবারিদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাদককারবারিরা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মাদককারবারিদের কাছ থেকে এসব গাঁজা সংগ্রহ করে কৌশলে তা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ তরে আসছিলেন। গ্রেফতার মাদককারবারিরা এসব গাঁজা পরিবহনের জন্য কখনও ট্রেন কখনও  বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসে পরিবহন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদককারবারিদের রবাত দিয়ে গোয়েন্দা পুলিশের এসি আরিফুল জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ছদ্মবেশে এসব গাঁজা ঢাকায় নিয়ে আসতেন তারা। এছাড়াও অনেক সময় গাঁজা পরিবহনের জন্য ছোট বাচ্চাসহ নারীদের ভাড়া করতেন এ চক্রটি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান চলছে।

গ্রেফতার মাদককারবারিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা জানুয়ারি ১০, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।