ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে থানা হাজতের ছাদ ধসে ৭ আসামি আহত

মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
চাঁপাইনবাবগঞ্জে থানা হাজতের ছাদ ধসে ৭ আসামি আহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বুধবার ভোরে সদর থানার হাজতখানার ছাদ ধসে আহত হয়েছেন সাত আসামি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার মো. শাহীন (৪০), রামকৃষ্ণপুর মহল্লার ইয়াসিন (৩২), মিজানুর রহমান (২৮), হিমেল আলী (২৫), শাহজাদা মালেক ডলার (৩০), সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ডালিম (২২) ও মোক্তার আলী (২৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে বিভিন্ন অভিযোগে আটক সাত আসামিকে থানা হাজতে রাখা হয়। বুধবার ভোর ৫টা ২০ মিনিটে হঠাৎ হাজতখানার ছাদ ধসে পড়ে তারা আহত হন।

তিনি জানান, আহতদের দ্রুত পুলিশ সদর হাসপাতালে নিয়ে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা কারাগারে স্থানান্তর এবং গুরুতর আহত মো. শাহীনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় প্রায় শত বছরের পুরনো থানা ভবনটি ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেন ওসি।

এ ঘটনার পর জেলা প্রশাসক কেএম আলী আজম, পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন. পৌর চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।