ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
বান্দরবানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

বান্দরবান: বান্দরবানের লামায় দেশীয় অস্ত্র এলজি রাইফেলসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামে এক  যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় থেকে তাকে আটক করা হয়।

জুয়েল ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং গ্রামের বাসিন্দা অনজাহা ত্রিপুরার ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে  জানা যায়,  লামা উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় চাঁদাবাজির সময় একটি দেশীয় এলজি রাইফেলসহ এক যুবককে আটক করা হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে নাইক্ষংমুখ এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। জুয়েল ত্রিপুরাসহ আরও কয়েকজন সন্ত্রাসী মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।

ওসি শামীম শেখ জানান, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী অস্ত্রসহ এক যুবককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে, তার  বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।