ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিসিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
বিসিসিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন কার্যক্রম বন্ধ বিসিসি ভবন।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কেন্দ্রীয় সার্ভারে উন্নয়ন কাজের জন্য এ কার্যক্রম বন্ধ রয়েছে।

ফলে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো ধরনের নিবন্ধ ফরমও জমা নিচ্ছে না।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে কেন্দ্রীয় সার্ভার চালু না হওয়া পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। আর কেন্দ্রীয় সার্ভার চালু হলে বিষয়টি পরবর্তীতে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।

সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।