ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ট্যাংক লরির চাপায় শিশু নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আশুগঞ্জে ট্যাংক লরির চাপায় শিশু নিহত 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা এলাকায় তেলবাহী ট্যাংক লরির চাপায় সুমন মিয়া (২) নামে একটি শিশু নিহত হয়েছে।  

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সার কারখানা সড়কের চর চারতলা ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমন স্থানীয় একটি হোটেলের শ্রমিক আবু বক্করের ছেলে।  

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সুমন রাস্তার পাশে দাঁড়িয়ে খেলছিল। এ সময় তেলবাহী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।