ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় ট্রাক্টর চাপায় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
দীঘিনালায় ট্রাক্টর চাপায় শিক্ষার্থী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক্টর চাপায় সুজন চাকমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) সকালে দীঘিনালার বাবুছড়ার বানছড়া এলাকায় এই ঘটনা ঘটে।


 
নিহত শিশুটি স্থানীয় পুলিন হেডম্যান কারবারী পাড়ার বাসিন্দা তোপাস চাকমার ছেলে। সুজন এলাকার আনন্দময় স্কুলের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।

জানা যায়, সকালে শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় বানছড়া এলাকা থেকে ইটভর্তি ট্রাক্টর বাবুছড়া যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ ট্রাক্টরটি আটক করে পুলিশে সোর্পদ করে।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।