ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে জুতার ভেতর থেকে ডলার ও রুপি উদ্ধার, আটক ১

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
বেনাপোলে জুতার ভেতর থেকে ডলার ও রুপি উদ্ধার, আটক ১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আটক ব্যক্তি

বেনাপোল(যশোর): বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে কবির উদ্দিন খান (৪২) নামের এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সঙ্গে তার জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ হাজার ইউএস ডলার ও ২০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যা তাকে আটক করে।

আটককৃত আসামি- মো. কবির উদ্দিন খান (৪২) গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ফুকরা গ্রামের আলহাজ্ব কাঞ্চন আলী খানের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে বেনাপোল ইমিগ্রেশনে কার্যক্রম শেষে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এলে সন্দেহ ভাজনভাবে কবির উদ্দিন খানকে আটক করা হয়।  

এসময় তাকে তল্লাশি করলে তার পায়ের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে চেকপোস্টের বিজিবি ক্যাম্পে নিয়ে তার ল্যাগেজ চেকিংয়ে পর আরও ২০ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার বাংলাদেশি টাকাসহ তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইউএস ডালার ও ভারতীয় রুপির সিজার মূল্য ১১ লক্ষ ৩৯ হাজার ৮শ’ টাকা বলেও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিজিবি সদস্যরা ইউএস ডলার ও ভারতীয় রুপিসহ এক আসামিকে হস্তান্তর করেছে। তাকে শুক্রবার (১৫ জানুয়ারি) যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।