ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
খাগড়াছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকার ড্রেনের পাশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ হয়তো পরিচয় গোপন রাখতে নবজাতকটি ফেলে গেছেন। তবে নবজাতকটি অনেকটা অপরিপক্ক।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা বাংলানিউজকে বলেন, মাতৃগর্ভে শিশুর ভ্রুণ পানির মতো এক ধরনের তরল আবরণে ভেসে থাকে। এটিকে চিকিৎসকদের ভাষায় এমনিউটিক ফ্লুইড বলা হয়। গর্ভে এখানেই শিশুটি বেড়ে ওঠে। এমন অবস্থায় শিশুর জন্ম খুবই দুর্লভ।

এদিকে নবজাতকটির মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি রশিদ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।