ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩০০ পরিবারকে কম্বল উপহার দিলো বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
মানিকগঞ্জে ৩০০ পরিবারকে কম্বল উপহার দিলো বসুন্ধরা গ্রুপ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ৩০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব চত্বরে উপহার হিসেবে কম্বল দুস্থ জনগণের হাতে এসব কম্বল তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর এস মঞ্জুর রহমানসহ আরও অনেকে।

জেলা প্রশাসন, জেলা পরিষদ, প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে এবারের শীতে মানিকগঞ্জের তিন হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।