ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অর্থপাচার করে বিদেশে ফ্ল্যাট ক্রয়কারীদের তথ্য চেয়েছে দুদক

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
অর্থপাচার করে বিদেশে ফ্ল্যাট ক্রয়কারীদের তথ্য চেয়েছে দুদক

ঢাকা: যারা দেশের অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন কেবল তাদেরেই তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ‘বিদেশে যারা বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করেছে তাদের তথ্য চেয়েছে দুদক’। প্রকৃত পক্ষে বিষয়টি এমন নয়; দুদক মূলত মহামান্য আদালতের নির্দেশে এ দেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে-আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অর্থ পাচারের মাধ্যমে যারা বিদেশে (কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিংগাপুরসহ বিভিন্ন দেশে) বাড়ি/ফ্ল্যাট ক্রয় করেছে, এমন বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে এক পত্রের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১ 
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।