ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২৬ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
রাজধানীতে ২৬ হাজার ইয়াবাসহ আটক ১ ইয়াবা, ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ আব্দুল কাদের ওরফে শাহিন (৪৯) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে রমনা থানার নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফীন জানান, মাদকব্যবসায়ীরা মিনিবাসযোগে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে রাতে নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিনকে আটক করা হয়। এ সময় শাহিনের পিঠে ঝোলানো একটি ব্যাগ থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে মিনিবাসে তল্লাশি করে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক শাহিন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।