ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ভাইয়ের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ভাইয়ের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত জের ধরে বড় ভাই দাউদ খাঁকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই আব্দুল গফুরের (৫০) বিরুদ্ধে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দাউদ খাঁ উক্ত এলাকার মৃত অমুল্য খাঁ এর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুপুরে মাঠে বাকবিতণ্ডা হয়। পরে দাউদ খাঁ বাড়িতে ফেরার পথে হঠাৎ তিনি মারা যান।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোটভাই আব্দুল গফুর তার বড় ভাইকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে। এতে ঢিল বুকে লেগে বড় ভাই দাউদ খাঁ মারা যান। এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।