ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল স্মার্ট কার্ড বানিয়ে ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে দুই কিশোর।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর নির্বাচনী কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)।

দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল হওয়ায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান বাংলানিউজকে জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।