ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দৃষ্টিপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
দৃষ্টিপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ঢাকা: ভিক্ষার টাকা জমিয়ে কেনা জমি দখলের অভিযোগ করেছেন রামপুরার দৃষ্টিপ্রতিবন্ধী মানিক মিয়া।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন৷

মানিক মিয়া বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করি৷ সেখান থেকে টাকা জমিয়ে দুই লাখ ৩০ হাজার টাকা দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছার কুতুবপুরে এক কাঠা জমি ক্রয় করি৷ খাজনাও পরিশোধ করি৷ কিন্তু জমি যাদের কাছ থেকে কিনেছি সেই আবুবক্কর সিদ্দিক গংরা এখনও আমাকে জমি বুঝিয়ে দেয়নি।

তিনি বলেন, জমির দখল চাইতে গেলে আবু বক্কর সিদ্দিক ও তার গং খুন-জখমের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ করলে প্রথমে সে আসেনি৷ পরে পুলিশ তাকে ডেকে পাঠালে সে থানাতে পুলিশের সামনে আমাকে মারধর করতে চায়৷ পরে থানায় মামলা করলে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে৷ সে সঙ্গে আমার বোনকে মারধর করে আহত করে৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন৷ আর আমি ও আমার পরিবার এলাকাছাড়া৷

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।