ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ধামরাইয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বিদেশি পিস্তলসহ বাবু (৩৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।

বুধবার (২০ জানুয়ারি) সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবু সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে। তিনি বিভিন্ন সময় তিনি মাটি কাটার কাজের পাশাপাশি ট্রাক চালাতেন।

সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোরহাব জানান, সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে সেই পিস্তল দিয়ে মারধর করছিলেন। এসময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানকে ফোন দেয়। পরে চেয়ারম্যান তাকে পিস্তলসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

তিনি বলেন, বাবু এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন মিয়া বলেন, তাকে পিস্তলসহ আটক করে আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।