ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। এ ঘটনায় সুলতানার আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় শফিকুল তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্য়ায়ে সুলতানাকে ঘরে নিয়ে গলা টিপে হত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।