ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব হলেন মোস্তফা কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
সিনিয়র সচিব হলেন মোস্তফা কামাল মো. আবু হেনা মোস্তফা কামাল

ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামালকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ৬ জুলাই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান মোস্তফা কামাল।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

সরকারে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।