ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উচ্ছেদের প্রস্তুতি, থমথমে পল্লবীর নান্নু মার্কেট এলাকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
উচ্ছেদের প্রস্তুতি, থমথমে পল্লবীর নান্নু মার্কেট এলাকা 

ঢাকা: মেয়র এলেই পল্লবীর নান্নু মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ উচ্ছেদকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে ওই মার্কেট এলাকায়।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে অবৈধ দোকান-পাট উচ্ছেদের সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। মেয়র আতিকুল ইসলাম এলেই শুরু হবে উচ্ছেদ অভিযান। তবে এরই মধ্যে অবৈধ দোকান-পাটের মালিকদের মধ্যে অসন্তোষ থাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। এ অবস্থায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসএইচএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।