ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আসছে করোনার টিকা, বিমানবন্দরে প্রস্তুত কাভার্ড ভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আসছে করোনার টিকা, বিমানবন্দরে প্রস্তুত কাভার্ড ভ্যান করোনার টিকা আনতে প্রস্তুত কাভার্ড ভ্যান, ছবি: জিএম মুজিবুর রহমান ও সংগৃহীত

ঢাকা: বিমানবন্দরের ৮ নম্বর গেটে রয়েছে পুলিশের স্কট টিম। দেশে আসা করোনার টিকা বিমানবন্দর থেকে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে তারা।

যেসব কাভার্ড ভ্যানে এসব টিকা পরিবহন করা হবে, সেগুলো এরই মধ্যে ৮ নম্বর গেটে অবস্থান করছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে করোনার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে থানার পরিদর্শক (পেট্রোল) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, টিকা পৌঁছানোর পর ভেতরে কাভার্ড ভ্যান যাবে। ওই গাড়ি টিকা নিয়ে বের হলে আমরা নিরাপত্তা স্কট দিয়ে তেজগাঁও ইপিআই স্টোরে পৌছে দেবো।

এদিকে, করোনার টিকা বহনকারী কাভার্ড ভ্যানটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার অপেক্ষায় রয়েছে। সকাল ১১টায় করোনা টিকা বহনকারী দু’টি কাভার্ড ভ্যান ভেতরে ঢুকবে। সেই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ৮ সদস্যের একটি টিম ভেতরে গেছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা জানুয়ারি ২১, ২০২১
এসজেএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।