ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিসিআরএ’র পক্ষ থেকে সাংবাদিক শাবান মাহমুদকে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বিসিআরএ’র পক্ষ থেকে সাংবাদিক শাবান মাহমুদকে সংবর্ধনা ছবি: বাংলানিউজ

ঢাকা: দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক শাবান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৩জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ইস্কাটনে রেড অর্কিড হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদ, চলচ্চিত্র পরিচালক মো. ইকবাল, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা, দৈনিক আমাদের নতুন সময়ের চিফ রিপোর্টার আবুল বাশার নুরু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সবাই জনপ্রিয় সাংবাদিক শাবান মাহমুদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সবাই শাবান মাহমুদের নতুন কর্মস্থল দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকালের সফলতা কামনা করেন।

শাবান মাহমুদ বলেন, নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই দেশে ফিরে এসে পুনরায় সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করবেন। সুখে দুঃখে সাংবাদিকদের পাশে থাকাই তার লক্ষ্য।
 
বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএইচ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।