ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা টিকা দিতে ৮৪ ডাক্তার-নার্সকে ডিএসসিসির প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
করোনা টিকা দিতে ৮৪ ডাক্তার-নার্সকে ডিএসসিসির প্রশিক্ষণ

ঢাকা: করোনা ভাইরাসের টিকা দিতে ৮৪ জন ডাক্তার-নার্সকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রশিক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ জন ডাক্তার ও ৫৪ জন নার্সকে করোনা টিকা দিতে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের ডা. ফজলে শামসুল কবির ও ডা. নিশাত পারভীন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।  

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, টিকা নিয়ে অহেতুক গুজব প্রতিরোধ করার দায়িত্ব আপনাদের, আমাদের, সবার। কারণ এটা একটা টিকা। যাতে এ কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে পারি। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।