ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে বাসচাপায় নারী পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
মুন্সিগঞ্জে বাসচাপায় নারী পথচারী নিহত দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন খলিলুর রহমান (৪৫) নামে আরও এক পথচারী।

সোমবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটেছে।  

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বাংলানিউজকে জানান, কুমিল্লাগামী আল আরাফাহ এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই দু’জনকে চাপা দিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পথচারী নারী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত ব্যক্তিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে এবং মরদেহ তাদের হেফাজতে আছে। তবে বাসটির চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।