ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার

পিরোজপুর: পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বাইপাস সড়কের আবরার পার্টি হাউসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বসুন্ধরা সিমেন্টের স্থানীয় ডিলার মেসার্স সিনান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের (সিমেন্ট সেক্টর) চিফ সেলস অফিসার শাহজামাল সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (সাউথ বেঙ্গল ডিভিশন) ডিজিএম শাহাদাত হোসেন।    

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ডেপুটি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট (সিমেন্ট সেক্টর) মো. কাউসার হোসেন, বসুন্ধরা গ্রুপের এরিয়া ম্যানেজার পিরোজপুর (সিমেন্ট সেক্টর) শ্যামল বেপারী, পিরোজপুরের টেরিটরি সেলফ এক্সিকিউটিভ মো. জালাল খান, হোম কেয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী জামাল রাসেল প্রমুখ।  

কর্মশালায় কর্মকর্তারা জানান, বসুন্ধরা সিমেন্ট তার স্বতন্ত্র মানের কারণে এর মধ্যে সর্বস্তরের আস্থা অর্জন করেছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপনগর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই সিমেন্ট ব্যবহৃত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।