ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুকদেব সরকার (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক ভ্যানচালক।

তার নাম জানা যায়নি।  

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শুকদেব গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুনীল সরকারের ছেলে।  

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালাউদ্দিন এএইচএম সালাউদ্দিন জানান, সাতপাড় বাজারের সবজি ব্যবসায়ী শুকদেব ইঞ্জিন চালিত ভ্যানে করে সবজি কিনতে টেকেরহাট যাচ্ছিলেন। এসময় যাত্রীবাহী একটি লোকাল বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই ব্যবসায়ী ও ভ্যানচালক গুরুতর আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শুকদেবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  
  
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।