ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘পৃথিবীজুড়ে আমাদের সন্তানরা দেশের নাম উজ্জ্বল করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
‘পৃথিবীজুড়ে আমাদের সন্তানরা দেশের নাম উজ্জ্বল করবে’ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করছেন ডিসি মোস্তাইন বিল্লাহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে মেধার স্বাক্ষর রেখে আমাদের সন্তানরা পৃথিবীজুড়ে দেশের নাম উজ্জ্বল করবে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরে তিনি বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের উচিত আমাদের সন্তানদের খেয়াল রাখা, তাদের সময় দেওয়া। আমাদের এই সন্তানরাই আগামী দিনে সব বিজ্ঞানীদের ছাড়িয়ে যাবে এবং সারা পৃথিবীতে দেশ ও নারায়ণগঞ্জের নাম উজ্জ্বল করবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।