ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদরাসা কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
সিলেটে মাদরাসা কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৪

সিলেট: সিলেট মাদরাসা কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১টার দিকে নগরের নয়াসড়ক জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে মাদরাসার কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধ নিষ্পত্তির জন্য দফায় দফায় বৈঠকও হয়। কিন্তু উভয় পক্ষ ছাড় দিতে নারাজ ছিল। এ অবস্থায় বুধবার দুপুরে দুই পক্ষ কমিটি গঠনের লক্ষ্যে বৈঠকে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হন।

খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিভৃত করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদরাসার কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৈঠকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।