ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সদর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
কক্সবাজার সদর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজার: কক্সবাজার জেলা সদর হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের পাঁচতলা ভবনের নিচতলায় স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে। নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কীভাবে আগুন লাগলো ও ক্ষয়ক্ষতি নিরূপনে তদন্ত কমিটি করা হবে।

তিনি বলেন, এ সসময় হাসপাতালে ছয় শতাধিক রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীকে পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যানি।

** কক্সবাজার সদর হাসপাতালে আগুন

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।