ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসী পরিচয়ে হুমকির অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
সন্ত্রাসী পরিচয়ে হুমকির অভিযোগে  যুবক আটক

ঢাকা: সন্ত্রাসী গোষ্ঠীর পরিচয়ে গুলশানের একটি সুপার শপের মালিককে হুমকির অভিযোগে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, সন্ত্রাসী পরিচয়ে গুলশানের এক সুপার শপের মালিককে হিন্দিতে হুমকি দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীর গাড়িতে বোমা বেধে জীবননাশের হুমকির অভিযোগে বাংলাদেশি এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।