ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টিকা নেওয়ায় ঢামেকের অধ্যাপক জামালকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
টিকা নেওয়ায় ঢামেকের অধ্যাপক জামালকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: করোনা টিকা নেওয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম জামালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অধ্যাপক জামাল টিকা নেওয়ার পর পরই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এরপর এ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ টিকা নেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন।

এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমিকে টিকা দেওয়ার মধ্য নিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।