ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিউর‌্যানন্ডসে জাহাঙ্গীর আলম (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

 
 
বুধবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউর‌্যানন্ডস এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।

নিহতের ভাই মনির বলেন, সন্ত্রাসীরা রাতে ডাকাতির উদ্দেশে দোকানে এসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা গুলি করলে আমার গায়ে গুলি লাগে। পরে আমার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে এলোপাড়াতি গুলি করে। এতে তিনি দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।