ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে 

ঢাকা: বর্তমানে দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। দুর্নীতি দমন করতে না পারলে সরকারের কোনো উদ্যোগই কাজে আসবে না বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোকাব্বির খান।

তিনি বলেন, দেশে দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সৎ মানুষেরা অসহায় হয়ে পড়ছে। ঘুষ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে। নিয়মতান্ত্রিকভাবে কেউ সেবা পাচ্ছে না। অসৎ ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে অসহায় করে তুলেছে। চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে মানুষ অসহায় হয়ে পড়েছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।

মোকাব্বির খান আরও বলেন, প্রধানমন্ত্রী গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। কিন্তু নির্লজ্জ দুর্নীতিবাজরা সেখানেও দুর্নীতি করে চলেছে। এই দুর্নীতিকে যদি কঠোর হস্তে দমন করা না যায় তাহলে সরকারের কোনো উদ্যোগই কাজে আসবে না।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।