ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ফেনসিডিল-গাঁজাসহ তিন জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মাগুরায় ফেনসিডিল-গাঁজাসহ তিন জন আটক জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিরা।

মাগুরা: ঢাকা-মাগুরা মহাসড়ক থেকে ১০০৭ বোতল ফেনসিডিল ও ৪০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদরের সাত্তার মণ্ডলের ছেলে শমিরুল মণ্ডল (২৮) , চুয়াডাঙ্গা সদরের মো. আসান (৫০) ও মেহেরপুর সদরের বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব ৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প এবং স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাজাইল মান্দারতলা এলাকায় সকালে চেক পোস্ট স্থাপন করে। পৌনে ৯টার দিকে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাককে সংকেত দেওয়া হলেও দ্রুত বেগে ট্রাকটি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশি করা হয়। এসময় ট্রাকটির পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০০৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্যে আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিন জনকে আটক করা হয়।

মাগুরা জেলার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।