ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক নারীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক নারীকে জরিমানা

নীলফামারী: পরিবেশ বিধ্বংসী অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রিক্তা বেগম নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এ জরিমানা করেন।

রিক্তা বেগম উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী। মশিয়ার রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাংলানিউজকে জানান, উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে পরিবেশ বিধ্বংসী দুইটি অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোমা মেশিনের মালিকসহ অন্যরা পালিয়ে যায়। তবে জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেঙে দেওয়া হয় বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম।

তিনি জানান, জরিমানার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় রিক্তাকে নারী পুলিশ দিয়ে আটক করা হয়েছে। জরিমানা টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।