ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জিয়া উদ্দিনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এ রায় দেন। এ সময় মামলার আসামি জিয়া পলাতক ছিলেন।   

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিয়া কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস ছোবানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাতকাজলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তারকে বিয়ে করেন জিয়া। বিয়ের পর জিয়া তার শ্বশুরবাড়ির এলাকা হাতকাজলা গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন। কিন্তু যৌতুকের জন্য প্রায়ই স্ত্রী রেখাকে মানুষিক নির্যাতন করতেন জিয়া। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। এরই জের ধরে ২০০৬ সালের ১৪ জুলাই রাত ৮টার দিকে নিজ ঘরে রেখাকে জবাই করে হত্যা করে পালিয়ে যান জিয়া। পরদিন ১৫ জুলাই নিহত রেখার বাবা হারেছ মিয়া বাদী হয়ে তাড়াইল থানায় জিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৪ অক্টোবর জিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহুরা তামান্না ও অ্যাডভোকেট আবু তালেব আমান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।