ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)-এর সদস্যরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে দমদমিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ২ সন্ত্রাসী হলো- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা দুজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আটক দুজনই রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের সদস্য। ১০টি অস্ত্র নিয়ে ব্রিজের নিচ দিয়ে পাহাড়ে ঢোকার সময় তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।