ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় আমিন বেপারী (৩৬) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত বনরুপা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।